বাংলা ডিকশনারি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের জন্য - All In One

ডিকশনারি ( Dictionary বাংলা অর্থ অভিধান ) কি এবং কেন কাজে লাগে মোটামুটি আমরা সবাই জানি।  কোন শব্দের অর্থ জানা না থাকলে সেক্ষেত্রে মুহূর্তেই সেই শব্দের অর্থ খুঁজে বের করতে ডিকশনারির ব্যবহারের জুড়ি নেই। যারা লেখাপড়া করেন বা কাউকে করান অথবা যাদের নিত্য নতুন শব্দের অর্থ শেখার শখ তাদের কাছে ডিকশনারি অতি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। ডিকশনারি দুই প্রকার হতে পারে। এক ) কাগজে মুদ্রিত বই আকারে এবং দুই ) প্রোগ্রামে লিখিত আকারে অর্থাৎ ডিজিটাল। বর্তমানে কম্পিউটার বা অন্য কোন আধুনিক ডিভাইজে ব্যবহার উপযোগী ডিকশনারি বহুল জনপ্রিয়। কিন্তু অনেকেই আমরা ভালো ডিকশনারি সন্ধান পাইনা বলে ডিজিটাল ডিকশনারি পরিবর্তে আমরা এখনো অনেকই বই দেখে শব্দের অর্থ খুজি। এতে অনেক সময় অপচয় হয়।
ফ্রী বাংলা ডিকশনারি আপনার কম্পিউটারের জন্য - All In One

আজ আপনাদের সাথে আমার কাছে থাকা বাংলা থেকে বাংলা থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার একটি ডিকশনারি শেয়ার করবো। আপনার প্রয়োজন মনে হলে নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন।
এটিও পড়ুন -ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়

ডিকশনারিটির ফিচার সমূহ

  • ইংলিশ টু বাংলা ডিকশনারী
  • বাংলা টু ইংলিশ ডিকশনারী
  • বাংলা টু বাংলা ডিকশনারি
  • বাংলা ও ইংলিশ সার্চ অপশন
  •  ডাউনলোড সাইজ মাত্র ৭ মেগাবাইট
  • শব্দসংখ্যা  অনেক
  • ইউজার ইন্টারফেস খুবই সহজ সরল, অতি দ্রুত ডিকশনারি চালু ও বন্ধ করা সম্ভব। মেমোরি খায় অন্যান্য ডিকশনারির তুলনায় একেবারেই নগন্য।
  • এতে রয়েছে Clipboard Monitoring ফিচার। অর্থাৎ যে কোন ইংরেজী শব্দ যে কোন জায়গা থেকে কপি করে ডিকশনারি উইন্ডোটি ফোকাস করলেই সরাসরি সে শব্দের মানে দেখাবে।
ডিজিটাল ডিকশনারি 

সরাসরি অনলাইনে শব্দ খোঁজার জন্য -
লিঙ্ক  ১) আপনার কম্পিউটার থেকে
লিঙ্ক  ২) আপনার মোবাইল থেকে

ডিকশনারীটি অনেক জনপ্রিয়। প্রায় সকলের পিসিতেই দেখা যায়। আশাকরি ডিকশনারীটি ভাল লাগবে। কোন সমস্যা হলে কমেন্ট করবেন। ধন্যবাদ

1 Comments