কুশমণ্ডিতে এই প্রথম, কুশমণ্ডি হাই স্কুল ময়দানে দুই দিন ব্যাপী শুরু হতে চলেছে আদিবাসী সমাজ বিকাশ ও সংস্কৃতি উৎসব " নাওয়া নাউয় পরব " । অনুষ্ঠানটি শুরু হবে ১২ ই ডিসেম্বর ২০১৫ রোজ শনিবার এবং শেষ হবে ১৩ ই ডিসেম্বর ২০১৫ রোজ রবিবার। উক্ত শুভ অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন , প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মহাশয় শ্রী সুনির্মল জ্যোতি বিশ্বাস ।
আদিবাসী সমাজ বিকাশ ও সংস্কৃতি উৎসব
নাওয়া নাউয় পরব
তারিখ- ১২ ও ১৩ ই ডিসেম্বর ২০১৫ (শনিবার ও রবিবার)
স্থান - কুশমণ্ডি উচ্চ বিদ্যালয় ময়দান
0 Comments