বিশাল রাম নবমী উৎসব পালন , Ram Navami at Kaliyaganj

আজ মাহা রাম নবমী। আর রাম নবমী পূজা উপলক্ষে মহা ধুমধাম ভাবে পালিত হল কালিয়াগঞ্জ শহরে। কালিয়াগঞ্জ ও কুশমণ্ডি শহরের বহু গ্রাম গঞ্জে থেকে উপস্থিত হন হাজার হাজার রাম ভক্ত এই উৎসব পালান করতে। কুশমণ্ডি বাসীরা মটর বাইক নিয়ে শোভা যাত্রা শুরু করে কালিয়াগঞ্জ পৌছায়, এরপর বিভিন্ন গ্রাম গঞ্জ থেকে আশা রামভক্তারা মিলিত হয়ে সারা কালিয়াগঞ্জ শহর পরিক্রমণ করেন। পরিক্রমণ শেষে বিভিন্ন মহারাজগণ তাদের মূল্যবান বক্ত্যব রাখেন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাম নবমী উৎসব জমজমাট হয়ে উঠে। এছাড়া ভক্তদের জন্য অন্য ভোগের আয়োজন ও করে থাকেন।
বিশাল রাম নবমী উৎসব পালন

বিশাল রাম নবমী উৎসব পালন


রাম নবমী কেন পালান করা হয়?  

রাম নবমী ( राम नवमी/ Ram Navami ) একটি হিন্দু উৎসব, অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যা সন্তান দেবতা রামের জন্মগ্রহণ উদযাপন করা। রাম, বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে, হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন। চৈত্রের নয় দিনে বসন্তের নবরাত্রী পালন করা হয়। রাম নবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উত্সবের মধ্যে একটি।

2 Comments

  1. বাংলা নববর্ষে কামনা করছি ...
    .
    ভালো করে ভোটটা হোক,
    বাঙ্গালী এবার খোট্টা হোক ।।।

    ReplyDelete