কুশমণ্ডির বিশ্বাকর্মা পূজা পরিক্রমা ২০১৭ - Kushmandi Vishwakarma Puja

শিল্পী ও নির্মাতাদের দেবতা বিশ্বকর্মা। ব্রহ্মাপুত্র বিশ্বকর্মাই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেন। ঈশ্বরের প্রাসাদের নির্মাতাও বিশ্বকর্মা। দেবতাদের রথ ও অস্ত্রও তৈরি করেছিলেন এই বিশ্বকর্মাই।
বিশ্বকর্মা মানেই দুর্গা পূজার আগমন, বিশ্বকর্মা পর পরই দুর্গা পূজার আমেজ সবার মুখে মুখে। এককথায় মা দুর্গার আগমনীর পূর্বাভাষ। অন্যান্য বারের মতোই এবারও মাহা ধুম ধামের সহিত বিশ্বকর্মা পালিত হল আমাদের কুশমণ্ডিতে। 
এটিও পড়ুন - আগের বৎসরের বিশ্বাকর্মা পূজা দেখতে এখানে ক্লিক করুন

কুশমণ্ডির বিশ্বাকর্মা পূজা পরিক্রমা


ফটোগ্রাফার নবব্রাতা সরকার , কুশমণ্ডি
দুর্গা পূজার লাইভ ভিডিও ও ফটো দেখতে এখানে ক্লিক করুন।

0 Comments