২০১৭ কালী পূজার সময় ও তারিখ , শ্রী শ্রী মা শ্যামা পূজার সময় ও সুচি 2017

কালীপূজা বা শ্যামাপূজা হিন্দু দেবী কালীর পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। প্রধানত বাঙালি হিন্দুদের মধ্যে এই উৎসব উপলক্ষে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষিত হয়। বাংলায় গৃহে বা মন্দিরে প্রতিষ্ঠিত কালীপ্রতিমার নিত্যপূজা হয়ে থাকে। কার্ত্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত সাংবাৎসরিক দীপান্বিতা কালীপূজা বিশেষ জনপ্রিয়। এই দিন আলোকসজ্জা ও আতসবাজির উৎসবের মধ্য দিয়ে সারা রাত্রিব্যাপী কালীপূজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, দীপান্বিতা কালীপূজার দিনটিতে ভারতের অন্যান্য জায়গায় দীপাবলি উৎসব পালিত হয়। সর্বভারতীয় ক্ষেত্রে এই দিন লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হলেও বাঙালি, অসমীয়া ও ওড়িয়ারা এই দিন কালীপূজা করে থাকেন। এছাড়া মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী এবং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে ফলহারিণী কালীপূজাও যথেষ্ট জনপ্রিয়। সোর্স - উইকিপিডিয়া.

২০১৭ সালে কালী পূজা হবে ১লা কার্ত্তিক , ১৪২৪ ( ১৯ অক্টোবর ২০১৭) রোজ বৃহস্পতিবার। নিম্নে মা শ্যমা পূজা ( কালীপূজার ) সময় ও তিথি শেয়ার করা হল। [ ২০১৭ কালী পূজার সময় ও তারিখ , শ্রী শ্রী মা শ্যাম পূজার সময় ও সুচি 2017 ]
শ্রী শ্রী মা শ্যাম পূজার সময় ও সুচি 2017

কালী পূজার তারিখ 
  • Thursday , 
19 October 2017
কালী পূজার সময়ঃ 
কালী পূজার নিশি সময় ( Kali Puja Nishita Time )  = 23:23 to 24:14+
Duration = 0 Hours 50 Min

আমাবস্যা শুরু (Amavasya Tithi Begins) = 00:28 on 19th October 2017
আমাবস্যা শেষ ( Amavasya Tithi Ends) = 00:56 on 20th October 2017

এখানে ২০১৮ কালী পূজার সময় ও তারিখ , শ্রী শ্রী মা শ্যাম পূজার সময় ও সুচি

0 Comments