আমাদের কুশমণ্ডি শহরঃ-
কুশমণ্ডি সকল বাসিন্দাকে জানাই অলিভিয়া ইনফোটেক ( Olivia Infotech ) এর পক্ষথেকে সাদর কৃষ্ণ জন্ম অষ্টমীর সাদর প্রীতি ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও লাইভ তুলে ধরচ্ছি। আমি এর আগে ছোট ছোট ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম ,জানিনা আপনাদের কেমন লেগেছে। এই অনুষ্ঠানে যারা অংশ গ্রহণ করেছিলেন তার আমাদেরই কুশমণ্ডি বাসির ছোট ছোট ভাইবোন , আর এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন- সারদা শিশু তীর্থ কুশমণ্ডি। নিচের ভিডিওটি কয়েকটি ফটো এর স্লাইড শো। সম্পূর্ণ ভিডিও গুলি আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন।
পরিশেষে, আপনার কোন কম্পিউটার সম্পর্কিত জিজ্ঞাসা বা প্রশ্ন কিংবা অনলাইন (Online) থেকে আয় জানতে ও প্রশিক্ষণ নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কোন সমস্যা হলে জানাবেন। আমার কোন ভুল হলে ধরিয়ে দেবেন। ভাল থাকবেন সুস্থ থাকবেন । ভাল লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
0 Comments