বই জ্ঞানের ভাণ্ডার, ভালো বই মানুষকে প্রকৃত পথ দেখাতে পারে। প্রিয় বন্ধু আমাদের দুঃখ ব্যদনা, কষ্ট দিতে পারে কিন্তু বই আমাদের কখনও শিক্ষার আলো ছাড়া অন্য কিছু দিতে পারে না। আর এজন্যই প্রত্যেকের বইয়ের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে উঠা উচিৎ এবং অবসর সময়ে বই পড়া দরকার।
অধীর আগ্রহে থাকা কুশমণ্ডিবাসীর প্রতীক্ষার অবসান হতে চলেছে ১২ জানুয়ারি , কেননা পশ্চিমবঙ্গ সরকার - এর গ্রন্থাগার পরিষেবা অধিকার ও রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় ২০ তম জেলা বই মেলা শুরু হতে চলেছে এবার কুশমণ্ডি শহরে। বই মেলা মানে নানা বইয়ের সমাহার, বই মেলায় হরেক রকম বই পাওয়া যায়, যেগুলো আমরা অন্যান্য সময় পাইনা। আপনি নিয়মিত বাংলা খবর পড়তে পারেন আগমনী বার্তায় , এখুনি পড়তে চাইলে এখানে ক্লিক করুন।
বাংলার সেরা খবর সম্পূর্ণ বাংলায়, পড়ুন অন্যকেও পড়তে বলুন।
0 Comments