জামবাড়ি কুশমণ্ডিতে ৮ প্রহর ব্যাপি নামযজ্ঞা অনুষ্ঠান শুরু হতে চলেছে

সঙ্গ সাধনাই যুগের সাধনা। সংহতিই উন্নতি অভ্যুদয়ের উপায় ও মহাশক্তি আবির্ভাবের মন্ত্র। হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে। ব্যাক্তিগত শক্তি সমার্থ ও যথেষ্ট আছে। কিন্তু নাই কেবল সংহতি শক্তি, এই সংহতি শক্তি জাগাইয়া দিলে জাতি অজয় হইয়া দাঁড়াইবে।

ভারতবর্ষে দিকে দিকে চলছে আন্তর্জাতিক চক্রান্ত বিভেদ কামী চিন্তাধারা, বিচ্ছিন্ন মতাবাদ, জড়বাদ, নাস্তিকতাবাদ, ভারতবাসীকে মুল স্রোত হইতে বঞ্চিত করিয়া ক্রমবর্ধমান সমগ্র ভারতবর্ষ মহাসঙ্কটের অন্ধকারে নিমজ্জিত। দেশ, জাতি ও সমাজকে এই বিপর্যয় ও দুদিন হইতে অবক্ষয় বোধের জন্য প্রয়োজন মহাজাগরণ, মহামিলন, মহাসমন্বয় ও মহামুক্তি।
এরই আলোকে প্রতিবারের ন্যায় এবারো ঘাটসা (জামবাড়ি) সার্বজনীন নামযজ্ঞ কমিটি এর আয়োজনে জামবাড়িতে শুরু হতে চলছে ১১ তমবর্ষ ৮ প্রহর ব্যাপী মহা নামযজ্ঞা অনুষ্ঠান। উক্ত পূর্ণ অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কাম্য করে ঘাটসা (জামবাড়ি) সার্বজনীন নামযজ্ঞ কমিটি।
৮ প্রহর ব্যাপি নামযজ্ঞা অনুষ্ঠান

 

অনুষ্ঠান সুচি
  • ৮ ই বৈশাখ ১৪২৩ সাল (ইংরেজি ২১ শে এপ্রিল ২০১৬ ) বৃহস্পতিবার সন্ধ্যায় - শুভ অধিবাস ও ভোরে নাম চালু 
  •  ৯ ই বৈশাখ ১৪২৩ সাল (ইংরেজি ২২ শে এপ্রিল ২০১৬ ) শুক্রবার মহানাম যজ্ঞানুষ্টান চলিবে।
  •  ১০ ই বৈশাখ ১৪২৩ সাল (ইংরেজি ২৩ শে এপ্রিল ২০১৬ ) শনিবার ধুলোট ও মহাপ্রভুর ভোগ এবং প্রসাদ বিতরণ।

0 Comments