ONGC-তে ৫৩০৫ জন নিয়োগ, আবেদনের শেষ তারিখ ০৩ /১১/ ২০১৭


ONGC- অয়েল অ্যান্ড নেচেরাল গ্যাস কর্পরাশন লিমিটেট ( Oil and Natural Gas Corporation Limited ) তে ট্রেড অ্যাপ্রেনটিস নিয়োগ হবে। অ্যাকাউন্ট, কেবিন অ্যাটেনডান্ট, কম্পিউটার অপারেটর সহ একাধিক পদে মোট ৫৩০৫ জন নিয়োগ হবে। কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য মোট ৭৮টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষদিন ৩ নভেম্বর। আবেদনকারী নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে।

ONGC- অয়েল অ্যান্ড নেচেরাল গ্যাস কর্পরাশন লিমিটেট

কলকাতায় যে যে শূন্যপদে নিয়োগ হবে

অ্যাকাউন্টেন্ট, কেবিন/রুম অ্যাডেনডান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, হাউজ় কিপার, IT অ্যান্ড ইলেকট্রনিক্স সিস্টেম মেনটেনেন্স, মেকানিক ডিজ়েল, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার, সারভেয়র.

আবেদন কারীর বয়সঃ
সব ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ থেকে ২১ বছরের মধ্যে।

আবেদনের শেষ তারিখঃ

Last Dt. 03/11/2017

আবেদন ও নিয়োগ : 
পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ।  I/C HR-ER, ONGC Kolkata, 50, Jawaharlal Nehru Road, Kolkata – 700071। এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন-- http://www.ongcindia.com
For Advt. & Application form, See following PDF file (For KOLKATA only) — See detailed

বিঃদ্র: চাকরিসংক্রান্ত খবরটুকু শুধু দেয় kmdinfo.in। এর বেশি কিছু না। প্রার্থীদের কাছে অনুরোধ করা যাচ্ছে যে নিয়োগের সম্পর্ন বিবরন ও আবেদনের বিশদ তথ্যের জন্য কোম্পানী/ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট গুলি খাতিয়ে দেখে নিবেন।

0 Comments