ভারতীয় সময় অনুসারে ২০১৯ ভাই ফোঁটার তারিখ ও সময়, ২০১৯ ভাই ফোঁটা ক্যালেন্ডার, Bhai Phota Calendar 2019, ভাই ফোঁটার দিন ও সময়, ভাই ফোঁটার সময় নির্ঘণ্ট।
ভাইফোঁটা হিন্দুদের একটি উৎসব। এই উৎসবের আর এক নাম ভ্রাতৃদ্বিতীয়া ।
কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে (কালীপূজার দুই দিন পরে) এই উৎসব
অনুষ্ঠিত হয়। পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত। সেখানে ভ্রাতৃদ্বিতীয়া পাঁচ-দিনব্যাপী দীপাবলি উৎসবের শেষদিন। আবার, মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে বলে ভাইবিজ। নেপালে ও পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসব পরিচিত ভাইটিকা নামে। সেখানে বিজয়াদশমীর পর এটিই সবচেয়ে বড় উৎসব।এবছরে ভাই ফোঁটা অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর, ২০২০ সোমবার ( 16 November 2020, Monday)।
বোনেরা তাদের ভাইদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দিয়ে ছড়া কেটে বলে-
“ | ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা॥ যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল অমর। আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর॥ |
” |
উৎসবের নাম
|
দিন
|
উৎসবের তারিখ
|
ভাই ফোঁটা, ভাতৃ দ্বিতীয়া
|
সোমবার
|
১৬ নভেম্বর ২০২০
|
ভাই ফোঁটার ওয়ালপেপার ডাউনলোড করুন 🔽
⏩ ডাউনলোড ভাই ফোঁটার বাংলা নতুন নতুন ওয়ালপেপার
⏩ ডাউনলোড ভাই ফোঁটার বাংলা নতুন নতুন ফেসবুক স্ট্যাটাস,
⏩ ডাউনলোড ভাই ফোঁটার বাংলা নতুন নতুন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস
দেখে নিন - ২০২১ ভাই ফোঁটার তারিখ ও সময়, ২০২১ ভাই ফোঁটা ক্যালেন্ডার, ভ্রাতৃদ্বিতীয়া
2 Comments
Rath Yarta https://www.bengalifestivalstimedate.club/2019/01/rath-yarta-2019-date-pictures-wishes.html
ReplyDeleteদয়া করে সময়টা বলবেন।
ReplyDelete